March 14, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • প্রধান উপদেষ্টা বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাই পৌঁছেছেন

প্রধান উপদেষ্টা বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুবাই পৌঁছেছেন

Image

সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহৌল আল ফালাসি বুধবার (১২ ফেব্রুয়ারী, ২০২৫) বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনে অংশ নিতে দুবাই শহরে পৌঁছানোর সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান।

ড. আহমেদ বেলহৌল আল ফালাসি WGS-এ অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে প্রতি বছর দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত শীর্ষ সম্মেলন সম্পর্কে অবহিত করেন।

তারা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী খাসেফ আল হামুদিও বৈঠকে উপস্থিত ছিলেন।

Scroll to Top