August 3, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বিজিএমইএ সভাপতির সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বিজিএমইএ সভাপতির সাক্ষাৎ

Image

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার (২ জুলাই, ২০২৫) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান, মো. শিহাবউদ্দোজা চৌধুরী ও সদস্য মো. কামাল উদ্দিন।

বৈঠকে পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, ব্যাংক ও এনবিআর-সংক্রান্ত সমস্যা, গ্যাস সংকট, নবায়নযোগ্য জ্বালানি, চট্টগ্রাম বন্দরের দক্ষতা, ট্রেড লাইসেন্স, ইআরসি-আইআরসি নবায়ন জটিলতা এবং রাজউক কর্তৃক ড্যাপের আওতায় হয়রানির বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতিমালায় গ্রেস পিরিয়ড ৩ মাস থেকে ৬ মাসে উন্নীত করার দাবি জানানো হয়। নগদ সহায়তা কমিয়ে আনার সময়োপযোগী নয় বলে তা পুনর্বিবেচনার জন্য বিজিএমইএ সভাপতি অনুরোধ জানান।

১% হারে উৎসে করকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনার সুপারিশ এবং প্রি-শিপমেন্ট ক্রেডিট স্কিম পুনরায় চালুর দাবি জানান। এছাড়া, রপ্তানির বিপরীতে একটি ফোর্সড ফান্ড গঠনের প্রস্তাব দেন।

কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ ও লিড টাইম কমানোর জন্য এনবিআরকে শিল্পবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়। গ্যাস সংকট মোকাবেলায় ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা ও এলএনজি আমদানি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

পিপিপি ভিত্তিতে খাস জমি ও খাল-বিলে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব এবং গাজীপুর-আশুলিয়ায় শ্রমিকদের জন্য আবাসন, হাসপাতাল, স্কুল গড়ার আগ্রহ প্রকাশ করা হয়।

বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দ মুন্সিগঞ্জে গার্মেন্টস পল্লী প্রকল্প পুনরায় শুরু এবং চট্টগ্রামে ক্ষুদ্র-মাঝারি কারখানার জন্য শিল্পাঞ্চল গঠনে জমি বরাদ্দের অনুরোধ করেন।

ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, সরকার পোশাক শিল্পের গুরুত্ব জানে এবং এ শিল্পকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করে যাবে।।

Scroll to Top