October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • প্রধান অতিথি হিসেবে শ্রীলঙ্কা মাইস এক্সপো ২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

প্রধান অতিথি হিসেবে শ্রীলঙ্কা মাইস এক্সপো ২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

Image

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর Cinnamon Life – City of Dreams-এ আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহুল প্রতীক্ষিত Sri Lanka MICE Expo 2025 (SL-MICE Expo 2025)। শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরো (SLCB) – যা পররাষ্ট্র, বিদেশে কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন জাতীয় পর্যটন সংস্থা – এ আয়োজন করছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী হরিনি আমারাসুরিয়া। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “Sri Lanka MICE Expo শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং সুযোগ, সহযোগিতা ও দৃষ্টিভঙ্গির উৎসব। এই এক্সপোতে বিশ্বের শতাধিক আন্তর্জাতিক MICE এজেন্ট ও ১৫টিরও বেশি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আমাদের স্থানীয় শিল্পের স্টেকহোল্ডাররা সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। এটি শ্রীলঙ্কাকে বিশ্ব MICE মানচিত্রে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, পর্যটন শ্রীলঙ্কার অন্যতম প্রধান অর্থনৈতিক খাত। ২০২৪ সালে পর্যটন থেকে ৩.১ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে এবং চলতি বছরের আগস্ট পর্যন্ত ইতোমধ্যে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয়েছে। ব্যবসায়িক অনুষ্ঠানভিত্তিক পর্যটন (MICE) এই খাতে উচ্চমূল্যের নতুন সম্ভাবনা তৈরি করছে, যা সারা বছর জুড়ে আয়ের ধারাবাহিকতা বজায় রাখে। ভৌগোলিকভাবে ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে অবস্থান, এশিয়া, উপসাগরীয় অঞ্চল ও পশ্চিম এশিয়াসহ অন্যান্য দেশে সহজ সংযোগ এবং প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তায় শ্রীলঙ্কার অনন্য অবস্থান এই খাতকে আরও শক্তিশালী করেছে।

শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর চেয়ারম্যান ধীরা হেত্তিআরাচ্চি বলেন, “এটি আমাদের পঞ্চম আয়োজন। MICE এর মাধ্যমে বিশ্বের সঙ্গে শ্রীলঙ্কাকে যুক্ত করাই আমাদের লক্ষ্য। এ বছর ৩০টি দেশের গণমাধ্যম ও হোস্টেড বাইয়াররা অংশ নিয়েছেন, যা শ্রীলঙ্কার MICE সক্ষমতার প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ।”

উদ্বোধনী অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রীলঙ্কার সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হয়।

এরপর আয়োজিত বি২বি সেশনে বিভিন্ন দেশের ট্যুর অপারেটর ও পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন। বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করেন বিজনেস ইন বাংলাদেশ-এর সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

পাঁচ দিনব্যাপী এই এক্সপোতে থাকছে উচ্চপর্যায়ের প্লেনারি সেশন, গ্লোবাল MICE খাতের সুযোগ ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়িক ফোরাম, আন্তর্জাতিক ক্রেতা ও স্থানীয় সরবরাহকারীদের মধ্যে লক্ষ্যভিত্তিক B2B মিটিং, গ্ল্যামারাস গালা ডিনারসহ নানামুখী আয়োজন।

এ ছাড়া পোস্ট-ইভেন্ট হিসেবে শ্রীলঙ্কার মধ্যাঞ্চল পরিদর্শনের জন্য একটি ফ্যামিলিয়ারাইজেশন ট্যুর আয়োজন করেছে শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরো। এতে অতিথিরা শ্রীলঙ্কার বিশ্বমানের MICE সুবিধা, প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও আধুনিক অবকাঠামো ঘুরে দেখবেন—যা দেশটিকে আন্তর্জাতিক মানের ব্যবসায়িক অনুষ্ঠান আয়োজনের আদর্শ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করবে।

বিশ্বের ৩০টি দেশ থেকে আগত ট্যুর অপারেটর, বিনিয়োগকারী, পর্যটন ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হওয়া এ আয়োজন শ্রীলঙ্কাকে দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ ব্যবসায়িক অনুষ্ঠান গন্তব্য হিসেবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

Scroll to Top