August 3, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসন বিষয়ে ইনসেপশন সভা অনুষ্ঠিত

প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসন বিষয়ে ইনসেপশন সভা অনুষ্ঠিত

Image

এসএমই ফাউন্ডেশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর যৌথ উদ্যোগে “Reintegration for Migrant Workers” প্রকল্পের ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের সমাজের অর্থনৈতিক মূলধারায় পুনর্বাসনের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যত করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. সাইফুল হক চৌধুরী এবং প্রকল্প পরিচালক ড. এটিএম মাহবুব উল করিম।

আইএলও, বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার রাহনুমা সালাম খান প্রকল্পের উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন। সভায় আরও উপস্থিত ছিলেন এনএসডিএ, বিএনএসকে, ব্র্যাক মাইগ্রেশন, বাংলাদেশ ব্যাংক, সিটি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ।

Scroll to Top