August 3, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হলো “থাই ফুড ফেস্টিভ্যাল ২০২৫, পাওয়ারড বাই বিকাশ”

প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হলো “থাই ফুড ফেস্টিভ্যাল ২০২৫, পাওয়ারড বাই বিকাশ”

Image

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও বিকাশের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশস্থ থাইল্যান্ড দূতাবাস ও থাই বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) শুরু হলো বহুল প্রত্যাশিত “থাই ফুড ফেস্টিভ্যাল ২০২৫, পাওয়ারড বাই বিকাশ”। তিন দিনব্যাপী এই উৎসব চলবে ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ থাইল্যান্ড দূতাবাসের চার্জ ডি’এফ্যাইয়ারস মিঃ পানম থংপ্রাইউন। আরও উপস্থিত ছিলেন ইউ এস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (অপারেশনস) জনাব জুলফিকার আলি, বিকাশ এর ঊর্ধ্বতন কর্মকর্তা, হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসরাত হোসেন খান, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আসিফ আহমেদ এবং হোটেলের জনসংযোগ কর্মকর্তা ও মার্কেটিং ইনচার্জ মোঃ নাফিউজ্জামান।

হোটেলের জনপ্রিয় রেস্তোরাঁ “ক্যাফে বাজার”-এ শুরু হওয়া এই উৎসবে অতিথিদের জন্য রয়েছে থাইল্যান্ডের খাঁটি ও মুখরোচক খাবারের অপূর্ব আয়োজন। উৎসবটি পরিচালনা করছেন খ্যাতিমান থাই শেফ “চ্যাং-ক্রুংখানা”, যিনি আন্তর্জাতিক পাঁচ তারকা হোটেলে ১০ বছরেরও বেশি সময় শেফ হিসেবে কাজ করেছেন। তিনি থাই ঐতিহ্যবাহী পদ যেমন “খাও ক্রিয়াব পাক মোর” ও “খানোম ক্রক” পরিবেশন করছেন, যা একসময় এক বিলিয়নিয়ারের পুত্রের বিয়েতেও পরিবেশিত হয়।

প্রতিদিন সন্ধ্যায় থাইল্যান্ড থেকে আগত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী থাই নৃত্য। এতে যোগ হয়েছে অতুলনীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা, যা অতিথিদের মন জয় করছে।

একই সময়ে হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে “থাইল্যান্ড ট্রেড শো ২০২৫”, যা বাংলাদেশ ও থাইল্যান্ডের ব্যবসায়ীদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

উৎসবে অংশগ্রহণকারী অতিথিদের জন্য রয়েছে বুফে ব্রাঞ্চ ও বুফে ডিনারের বিশেষ আয়োজন, যার মূল্য যথাক্রমে ৭,০০০ ও ৮,৫০০ টাকা (পানীয় ব্যতীত)। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই মিলছে “১টি কিনলে ১টি ফ্রি” অথবা “২টি কিনলে ২টি ফ্রি” বুফে ডিনার অফার। পাশাপাশি নির্দিষ্ট ১৯টি ব্যাংক কার্ডে রয়েছে অতিরিক্ত ছাড় ও ফ্রি ডিনারের সুযোগ।

বিশেষ এই আয়োজনের জন্য প্রি-বুক করতে অতিথিরা হটলাইন নম্বর ‪+৮৮০১৭১৩৩৮২৬০৯‬-এ যোগাযোগ করতে পারেন।

Scroll to Top