August 7, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও স্বচ্ছ নিরীক্ষা নিয়ে বিজিএমইএ-অ্যামফরি আলোচনা অনুষ্ঠিত

পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও স্বচ্ছ নিরীক্ষা নিয়ে বিজিএমইএ-অ্যামফরি আলোচনা অনুষ্ঠিত

Image

বুধবার (৬ আগস্ট, ২০২৫) AMFORI-এর হেড অব বিজনেস ডেভলপমেন্ট অ্যান্ড নেটওয়ার্ক জন স্টেলান্সন বিজিএমইএ-এর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান এর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে পোশাক শিল্পের টেকসই উন্নয়ন ও নিরীক্ষা (audit) প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষের মতে, একই ধরনের নিরীক্ষার পুনরাবৃত্তি কারখানা ও সরবরাহকারীদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে।

AMFORI তাদের নতুন কর্মপরিকল্পনা তুলে ধরে, যেখানে টেকসই উন্নয়নের দায়িত্ব আরও বেশি করে সরবরাহকারী ও প্রস্তুতকারকদের হাতে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এতে সাপ্লাই চেইনের কর্মক্ষমতা ও লিড টাইম আরও সঠিকভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।

বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান, অ্যামফরি এর এই নতুন কর্মপরিকল্পনাকে স্বাগত জানান এবং পোশাক শিল্পে সামাজিক ও পরিবেশগত মানদণ্ডের জন্য একটি সমন্বিত মানদণ্ড প্রতিষ্ঠার প্রতি বিজিএমইএ এর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাপ্লাই চেইনের নিরীক্ষা আরও কার্যকর, সাশ্রয়ী ও স্বচ্ছ করতে ঘনিষ্ঠ সহযোগিতা ও জ্ঞান বিনিময় অপরিহার্য।

AMFORI বিশ্বব্যাপী একটি ব্যবসায়িক সংস্থা, যা টেকসই, স্বচ্ছ ও পরিবেশবান্ধব সাপ্লাই চেইন গড়ে তুলতে কাজ করছে।

Scroll to Top