August 10, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • পোশাক খাতের ব্যয় বৃদ্ধি রোধে সরকারি নীতিগত সহায়তা প্রয়োজন: ভিদিয়া অমৃত খান

পোশাক খাতের ব্যয় বৃদ্ধি রোধে সরকারি নীতিগত সহায়তা প্রয়োজন: ভিদিয়া অমৃত খান

Image

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)–এর সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান বলেছেন, উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি ও নীতিগত জটিলতা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব মোকাবেলায় সরকারি নীতিগত সহায়তা অপরিহার্য।

তিনি “টেক্সটাইল ও পোশাক খাতে ক্রমবর্ধমান ব্যয় – চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক এক আলোচনায় বক্তৃতাকালে এ কথা বলেন। আলোচনাটি যৌথভাবে আয়োজন করে টেক্সটাইল ফোকাস ও ইউরোফিনস অ্যাস্যুরেন্স। এতে খাতসংশ্লিষ্টরা তৈরি পোশাক খাতে ব্যবসা পরিচালনার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় টেকসই ও বাস্তবসম্মত সমাধান নিয়ে মতবিনিময় করেন।

ভিদিয়া অমৃত খান তার বক্তব্যে উল্লেখ করেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বিজিএমইএ’র চলমান কিছু উদ্যোগ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে সদস্যদের জন্য সার্ভিস চার্জ ২৫% পর্যন্ত হ্রাস, কর কাঠামো সহজীকরণের লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ। তিনি আশা প্রকাশ করেন, সঠিক নীতি সহায়তা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের পোশাক খাত প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রেখে টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।

Scroll to Top