পূর্ব লন্ডনের পপলার শাহজালাল মসজিদ কমিটির উদ্যোগে রবিবার (১৬ মার্চ, ২০২৫) এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক মসজিদের মুসল্লি, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় শিশুরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদের চেয়ারম্যান ফারুক আহমদ। তিনি স্বাগত বক্তব্য রাখেন এবং আগত অতিথিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্থানীয় কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী, ইমাম মাওলানা শাব্বির আহমেদ, হাফিজ সাদিকুর রহমান, সিস্টার ক্রিস্টিন, সাবেক স্থানীয় কাউন্সিলর ও সলিসিটর কাহার চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওহাব এবং সেক্রেটারি জামাল রহমান। ইফতারের পূর্বে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইমাম হাফিজ সাদিকুর রহমান। পরে তিনি সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
পরিশেষে মসজিদের চেয়ারম্যান ফারুক আহমদ সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।