বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) দ্বিতীয় মিয়াঁ সুলতান খান দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতা কিংবদন্তি দাবাড়ু মিয়ান সুলতান খানের স্মরণে আয়োজিত হয় এবং এটি দাবার প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক আগ্রহের প্রতিফলন ঘটায়।

প্রতিযোগিতাটি পাকিস্তান হাইকমিশনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কূটনৈতিক মহল, পেশাজীবী, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ এই আয়োজনে যুক্ত হন, যা দাবা খেলাকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ শুজাউদ্দিন আহমেদ, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এবং বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কিংলেট, শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডি, ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন উসমানসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।
প্রতিযোগিতায় সাকলাইন মোস্তফা সাজিদ চ্যাম্পিয়ন হন, দ্বিতীয় স্থান অর্জন করেন মানোন রেজা নীর, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেন যথাক্রমে সুব্রত বিশ্বাস ও নাঈম হক।

প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
সমাপনী বক্তব্যে উপদেষ্টা ফারুকী বাংলাদেশে এমন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা আয়োজনের জন্য পাকিস্তান হাইকমিশনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে সরকারী সহযোগিতার আশ্বাস দেন।
পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, ক্রীড়া ইভেন্টগুলো বিভিন্ন দেশের জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। তিনি আরও জানান, মিয়াঁ সুলতান খানের স্মৃতি রক্ষার্থে এবং কূটনৈতিক সম্প্রদায় ও দাবা অনুরাগীদের একত্রিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এছাড়াও, প্রতিযোগিতার শুরুতে হাইকমিশনার প্রয়াত প্রিন্স করিম আগা খান (IV)-এর প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং তার মানবতার সেবায় অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে হাইকমিশনার সকল বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং আগামী বছর তৃতীয় মিয়াঁ সুলতান খান দাবা প্রতিযোগিতার সফল আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি আয়োজনে সহযোগিতার জন্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন দেশের কূটনীতিক, গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার ও সংবাদকর্মীদের ধন্যবাদ জানান।