ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প স্টারলিংক পাকিস্তানের বাজারে প্রবেশের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি “Starlink Internet Services (Private) Limited” নামে পাকিস্তানের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (SECP) নিবন্ধন করেছে।
লো আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদানের জন্য স্টারলিংক ২-৩টি গ্রাউন্ড স্টেশন স্থাপনের অনুমতি চেয়ে আবেদন করেছে। এই গ্রাউন্ড স্টেশনগুলো বিশেষ করে দুর্গম এবং অবহেলিত এলাকাগুলোর কানেক্টিভিটি উন্নত করতে ভূমিকা রাখবে।
বর্তমানে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (PTA) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্টারলিংকের কার্যক্রমের প্রযুক্তিগত ও আইনি বিষয়গুলো পর্যালোচনা করছে। প্রতিষ্ঠানটিকে ন্যাশনাল স্যাটেলাইট পলিসি ২০২৩ এবং পাকিস্তান স্পেস অ্যাক্টিভিটিস রুলস ২০২৪ মেনে চলতে হবে।
অনুমোদন পেলে স্টারলিংক পাকিস্তান জুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করবে, যা দেশের ডিজিটাল পরিকাঠামোতে বড় পরিবর্তন আনতে পারে। এটি বিশেষ করে গ্রামীণ অঞ্চলে কানেক্টিভিটির ফাঁক পূরণ করে ব্যক্তি ও ব্যবসায়ীদের জন্য দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করবে।
স্টারলিংকের এই উদ্যোগ পাকিস্তানের ইন্টারনেট অবকাঠামোকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
সূত্রঃ Startup Pakistan Recorder এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে।