বাংলাদেশে সদ্য নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়া সোমবার (১৪ জুলাই ২০২৫) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃসুলভ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।