October 26, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • পটিয়া থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

পটিয়া থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Image

চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহারসহ তিন দফা দাবিতে থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সাথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কও অবরোধ করেছে তারা।

দাবির মধ্যে রয়েছে তাদের ওপর হামলাকারী পুলিশদের গ্রেফতার এবং আটক নেতাকর্মীদের মুক্তি দেওয়া।

আজ বুধবার (০২ জুলাই, ২০২৫) সকাল সাড়ে নয়টা থেকে পটিয়া থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয় তারা। পরে আবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে।

গতকাল মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে পটিয়া শহীদ মিনার এলাকা থেকে একজন ছাত্রলীগের নেতাকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। থানায় গিয়ে ওই নেতাকে গ্রেপ্তার দেখাতে বলেন তারা।

বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা থানা চত্বরে ওই নেতাকে ‘মারধরের চেষ্টা করলে’ পুলিশ বাধা দেয় এবং ‘উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে’ এবং বেশ কয়েকজন আহত হন বলে বলে জানা যায়। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে থানা ঘেরাওয়ের কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা।

Scroll to Top