August 4, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • পঞ্চগড়ে ভিনগোলার্ধ এর উদ্যোগে রিকশাচালকদের মাঝে টি-শার্ট বিতরণ

পঞ্চগড়ে ভিনগোলার্ধ এর উদ্যোগে রিকশাচালকদের মাঝে টি-শার্ট বিতরণ

Image

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে তিনটায় ভিন গোলার্ধ এর আয়োজনে এবং অভিনয় শিল্পী শ্রমিক এর সহযোগিতায় পঞ্চগড়ে ভ্যান ও রিকশাচালকদের মাঝে ‘”পড়শি পান্থজনের সখা” মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ করা হয়েছে।

টি-শার্টে ব্যবহৃত বিশেষ স্লোগান হিসেবে বলা হয়, “প্রিয় আরোহী, আপনাকে পৌঁছে দেব আপনার গন্তব্যে, আমাকে আপনি ‘পড়শী’ নামে ডাকুন।

এই সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজের অবহেলিত ভ্যান ও রিকশাচালকদের সম্মান জানানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

রিকশাচালক আজহার বলেন, গেঞ্জিটি পেয়ে আমি অনেক খুশি। ধন্যবাদ ভিন গোলার্ধকে। এভাবে ভিন গোলার্ধ সহ অন্যান্য সামাজিক সংগঠন আমাদের পাশে থাকলে দেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে।

ভিন গোলার্ধ এর প্রতিষ্ঠাতা আমেরিকান বোস্টন প্রবাসী সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও লেখক নাসিম বলেন, রিকশা ভ্যান ও অটো চালকরা বরাবরই তাদের পেশায় বিভিন্নভাবে সমাজে আমাদের দ্বারা হেও প্রতিপন্ন হয়ে থাকে। তারাও তো আমাদের সমাজের একটা অংশ। আমরা তাদেরকে এই মামা এই রিক্সা এই খালি না বলে তাদের একটি নির্দিষ্ট নাম ব্যবহারের জন্য সমাজের প্রতি আমাদের উদার্ত আহ্বান।
স্থানীয় ভ্যান ও রিকশা শ্রমিক এবং সাধারণ জণগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিনয় শিল্পী শ্রমিক ও ভিন গোলার্ধকে ধন্যবাদ জানান।

Scroll to Top