বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি (SAIDA Shinichi) নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত সাইদা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর উন্নয়নে জাপানের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাতারবাড়ি বন্দর বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তারা মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (MIDI) মাস্টার প্ল্যান সম্পর্কেও আলোচনা করেন।
উভয় পক্ষ শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত বিষয়েও মতবিনিময় করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে ঘনিষ্ঠভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।











