বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সোমবার (৪ আগস্ট) সকালে দূতাবাসে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী রবিউল আলম এবং তার দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রকৌশলী রবিউল আলম নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষসহ নেপালের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এনার্জিপ্যাকের চলমান সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। রাষ্ট্রদূত ভান্ডারি দ্বিপাক্ষিক জ্বালানি খাতের অংশীদারিত্ব বৃদ্ধিতে এনার্জিপ্যাকের অবদানকে সাধুবাদ জানান। উভয় পক্ষ ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।