October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • নির্বাচন কমিশনার ও মিহাস প্রতিনিধি দলকে সংবর্ধনা দিলো কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন

নির্বাচন কমিশনার ও মিহাস প্রতিনিধি দলকে সংবর্ধনা দিলো কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন

Image

মালয়েশিয়া সফররত বাংলাদেশ নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার এবং ২১তম মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (MIHAS) ২০২৫-এ অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলকে সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাইকমিশনের চ্যান্সারি ভবনে আয়োজিত এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকার, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ রেহান উদ্দিন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাব্বির এ. খানসহ চেম্বারের সদস্যবৃন্দ এবং মেলায় অংশ নেওয়া বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা অতিথিদের স্বাগত জানান। পরে মিশনের মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যার শুরুতে হাইকমিশনের কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। উপস্থাপনা শেষে ভারপ্রাপ্ত হাইকমিশনার স্বাগত বক্তব্য প্রদান করেন এবং নির্বাচন কমিশনার ও প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান।

নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার মিশনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য সেবা দ্রুত প্রদানের জন্য হাইকমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

হালাল শোকেসে অংশ নেওয়া প্রতিনিধি দল ও ব্যবসায়ী প্রতিনিধিরা মিশনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত নানা বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে অতিথিরা হাইকমিশনের নতুন ভবনের বিভিন্ন কক্ষ ও নির্মাণাধীন সেবাকেন্দ্র পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।

Scroll to Top