আজ বুধবার (৬ আগস্ট, ২০২৫) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “গতকাল (৫ আগস্ট) প্রফেসর ইউনুস যে ‘জুলাই ঘোষণাপত্র’ দিয়েছেন, বিএনপি সেটিকে স্বাগত জানায়। এই ঘোষণাপত্রের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অঙ্গীকার বাস্তবায়িত হলে গণতান্ত্রিক রূপান্তরের পথ উন্মুক্ত হবে।”
তিনি আরও জানান, লন্ডনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে বিএনপি ইতিবাচকভাবে নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং জনগণ একটি কার্যকর জাতীয় সংসদ পাবে।
বিএনপি এই নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছে।
তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, “শহীদ পরিবারদের পূনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিতে হবে। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে বিএনপি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে।”
প্রেস ব্রিফিংয়ের শেষাংশে মির্জা ফখরুল বলেন, “আসুন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, দেশনেত্রী খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের বাংলাদেশ এবং তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি।”