October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • নারী ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়নে HERizon Fest-এর বিশেষ উদযাপন

নারী ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়নে HERizon Fest-এর বিশেষ উদযাপন

Image

দুই দিনব্যাপী HERizon Fest 2025: Celebrating Women, Skills & Employment সোমবার (৭ অক্টোবর, ২০২৫) ঢাকা-তে সমাপ্ত হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং জার্মান সহযোগিতা প্রতিষ্ঠান GIZ-এর প্রযুক্তিগত সহায়তায় আয়োজিত এই উৎসব নারী-কেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতমুখী দক্ষতা উন্নয়নের প্রতি শক্তিশালী আহ্বান জানিয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রধান সচিব মোঃ সিরাজ উদ্দিন মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ সানওয়ার জাহান ভূঁইয়া। গেস্ট অব অনার ছিলেন জিআইজির কান্ট্রি ডিরেক্টর ড. আন্দ্রিয়াস কুক। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন NSDA-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাওসার চৌধুরী।

এই দুই দিনব্যাপী উচ্চ-স্তরের উৎসবটি নারীদের ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানকে উদযাপন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন প্যানেল আলোচনা, কর্মশালা এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে নারী নেতৃত্ব, দক্ষতা বৃদ্ধির সুযোগ এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানকে তুলে ধরা হয়েছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা নেপাল, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, জার্মানি এবং ইউনিসেফ থেকে অংশ নিয়ে নারীভিত্তিক কারিগরি শিক্ষার অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি ও ভবিষ্যত দক্ষতা বিষয়ক অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই আলোচনা NSDA-কে দিকনির্দেশনা দেবে যাতে বাংলাদেশের তরুণী, সুবিধাবঞ্চিত এবং দুর্বল নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানো যায়।

উৎসবটি নারী উদ্ভাবন ও নেতৃত্বকে উদযাপন করে একটি প্রাণবন্ত মার্কেটপ্লেস অফ আইডিয়াস এবং সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হয়েছে। অনুষ্ঠানের সমাপ্তিতে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান করা হয় প্রধান অতিথির হাতে।

HERizon Fest 2025-এর মাধ্যমে বাংলাদেশ আবারও প্রমাণ করেছে যে নারীদের দক্ষতা উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের দিকে জাতীয় অঙ্গীকার দৃঢ়।

Scroll to Top