বাংলাদেশে নারী রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বিশেষজ্ঞরা তাদের মূল্যবান অভিমত তুলে ধরেছেন, যাতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক নীতিমালা গঠন ও নারী নেতৃত্বের সুযোগ বৃদ্ধি পায়। আন্তর্জাতিক নির্বাচনী ব্যবস্থাপনা তহবিল (IFES) বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা ড. তান্যেল তায়সি এবং স্বাধীন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মারুফা আক্তার তাদের আলোচনায় তুলে ধরেন যে, কিভাবে “কাঁচের দেয়াল” ভেঙে নারীকে পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নীতিতে আরো সক্রিয় অংশগ্রহণে সুযোগ দেওয়া যেতে পারে।
অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে লিঙ্গ সমতা অর্জনে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়, যা তার কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, উন্নয়ন এবং নিরাপত্তা উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। অস্ট্রেলিয়া সরকার নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং নারী নেতৃত্বের পথে প্রতিবন্ধকতা দূর করার জন্য বৈশ্বিক উদ্যোগকে সমর্থন জানাতে প্রতিজ্ঞাবদ্ধ।
২০২৫ সালে, জাতিসংঘের লিঙ্গ সমতার বৈশ্বিক থিম এখনো গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, যা সমাজের সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছে।