বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “বাংলাদেশ একটি ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি— যাতে ভবিষ্যতে নির্বাচিত কোনো সরকার কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী হয়ে না ওঠে। এজন্য জনপ্রশাসন, বিচারব্যবস্থা, ইলেক্টোরাল সিস্টেম, দুর্নীতি দমন কমিশনসহ সরকারের ছয়টি অঙ্গ পুনর্গঠন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে মোট ৮৪টি বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি, যা ‘জুলাই চার্টার’ নামে পরিচিত। বাকি ২০টি বিষয়ে আলোচনা চলছে। সরকার ও ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টার প্রতি আমাদের দাবি— আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে, যাতে আগামীর নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়।”

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়নের ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির প্রমুখ।
সকাল সাড়ে দশটায় শাহপুর গাজীপাড়ায় মহিলা সমাবেশে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার। দুপুরে শাহপুর বাজারে গণসংযোগ শেষে হিন্দু সমাবেশে যোগ দেন এবং বিকেলে থুকড়া আমভিটা বাজারে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নেন।
হিন্দু সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মান্নান গাজী এবং পরিচালনা করেন ইউনিয়ন হিন্দু কমিটির সভাপতি তরুণ কুমার সরকার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “তাগুতের সব ষড়যন্ত্রকে মেধা ও নৈতিক শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন করে বিরোধীদের ভুয়া প্রচারণার জবাব দিতে হবে। ইসলামী ছাত্রশিবির দেশের শিক্ষাঙ্গনে নেতৃত্ব দিচ্ছে— আগামী নির্বাচনে তারাই ব্যালট বিপ্লবে ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “জামায়াত জমি বা ঘের দখল করে না, বালু উত্তোলন করে না। ক্ষমতায় গেলে দেশের কোনো মানুষ বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু-মুসলিম সবাই ভালো থাকবে।”
স্বাধীনতার ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দীর্ঘ শাসনকালেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, “তারা নিজেদের ভাগ্য বদলেছে, দেশের নয়। এবার জামায়াতে ইসলামিকে সুযোগ দিন— আমরা প্রমাণ করব, ঘুষ-চাঁদাবাজি ও সন্ত্রাস ছাড়া দেশও চলতে পারে।”











