October 24, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Image

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার জনাব ইমরান হাইদার সম্প্রতি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, বিমান পরিবহন ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।

উভয়পক্ষই স্বীকার করেন যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিপুল সম্ভাবনা বিদ্যমান, যা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ ও উচ্চপর্যায়ের বিনিময়ের মাধ্যমে আরও বিকশিত করা যেতে পারে।

আলোচনায় দুই পক্ষই বর্তমান অগ্রগতির ধারাকে অব্যাহত রেখে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারিত করার বিষয়ে একমত পোষণ করেন।

Scroll to Top