বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার জনাব ইমরান হাইদার সম্প্রতি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, বিমান পরিবহন ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।
উভয়পক্ষই স্বীকার করেন যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিপুল সম্ভাবনা বিদ্যমান, যা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ ও উচ্চপর্যায়ের বিনিময়ের মাধ্যমে আরও বিকশিত করা যেতে পারে।
আলোচনায় দুই পক্ষই বর্তমান অগ্রগতির ধারাকে অব্যাহত রেখে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারিত করার বিষয়ে একমত পোষণ করেন।











