জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন তাদের ভক্তদের জন্য নিয়ে আসছে নতুন চমক। স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান দি প্রিমিয়াম হোমস লিমিটেডের সৌজন্যে মুক্তি পেতে যাচ্ছে ব্যান্ডটির বহুল প্রতীক্ষিত গান ‘এই অবেলায় ২’, যা তাদের জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল।
অনেক আগেই গানটির সিকুয়েল তৈরির ঘোষণা দেওয়া হলেও এবার সেটি বাস্তব রূপ পাচ্ছে। থাইল্যান্ডের মনোরম বিভিন্ন লোকেশনে শুট করা হয়েছে এই মিউজিক ভিডিও। গানটি বাংলা এবং ইংরেজি—দুটি ভার্সনেই (ইংরেজি ভার্সন: In This Twilight Hour 2) একই দিনে প্রকাশ করা হবে। এর পরপরই প্রকাশ পাবে আনপ্লাগড ভার্সন ভিডিও এবং লিরিক্যাল ভিডিও।

গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান, আর সুর ও মিউজিক ভিডিওর পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান। এছাড়া কয়েকটি দৃশ্যে অভিনেতা তৌসিফ মাহবুবকে স্থিরচিত্রে দেখা যাবে।
‘এই অবেলায় ২’ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে। এরই মধ্যে গানটির টিজার প্রকাশিত হয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
এছাড়া আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে শিরোনামহীনের ‘বাতিঘর’ অ্যালবামের নবম গান ‘ক্লান্ত কফি শপ’। গানটির মিউজিক ভিডিও সন্ধ্যা সাতটায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে।
বর্তমানে শিরোনামহীনের লাইনআপে রয়েছেন— জিয়াউর রহমান জিয়া (বেজ), কাজী আহমেদ শাফিন (ড্রামস, ভায়োলিন, বাঁশি), শেখ ইশতিয়াক (ভোকাল), সাইমন চৌধুরী (কি-বোর্ড) এবং দীপু সিনহা (গিটার)।











