October 24, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজ স্মরণে রয়েল থাই এম্বাসির আয়োজনেবৌদ্ধ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত

থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজ স্মরণে রয়েল থাই এম্বাসির আয়োজনেবৌদ্ধ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Image

বুধবার (৮ অক্টোবর ২০২৫) ঢাকাস্থ রয়েল থাই এম্বাসির উদ্যোগে থাইল্যান্ডের প্রয়াত রাজা মহামান্য ভূমিবল আদুলিয়াদেজের প্রয়াণবার্ষিকী উপলক্ষে এক বৌদ্ধ প্রার্থনা (Buddhist Chanting) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে থাইল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা মহামান্য প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঢাকাস্থ ইন্টারন্যাশনাল বৌদ্ধ মঠের নয়জন ভিক্ষুকে আমন্ত্রণ জানানো হয়, যারা এই অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মীয় প্রার্থনা ও পূণ্য অর্জনের উদ্দেশ্যে মন্ত্রোচ্চারণ করেন।

প্রার্থনা অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূতের বাসভবনে ভিক্ষুদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল শান্ত, মর্যাদাপূর্ণ ও শ্রদ্ধানিবেদনের পরিবেশে পরিপূর্ণ, যা প্রয়াত রাজার প্রতি থাইল্যান্ডের জনগণ ও দূতাবাসের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতিফলন ঘটায়।

Scroll to Top