রাজধানীর তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (০৮ মার্চ ২০২৫) সকাল সাড়ে এগারোটায় তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে ডিএনসিসি, ডিএমপির ট্রাফিক বিভাগ, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় তিনি এই নির্দেশনা দিয়েছেন।
সভাপতির বক্তৃতায় ডিএনসিসি প্রশাসক বলেছেন, ‘তেজগাঁও এলাকার সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সাথে সমন্বয় করে স্থায়ী সমাধানের জন্য অবশ্যই পদক্ষেপ নিব। তবে বর্তমানে তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে যেন জনসাধারণের চলাচলে দুর্ভোগ না হয় সেটি নিশ্চিত করতে হবে। সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। আমরা ধাপে ধাপে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করবো। কিন্তু তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত ব্যস্ততম এই সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।’