October 26, 2025

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • তেজগাঁও মডেল হাই স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

তেজগাঁও মডেল হাই স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Image

রাজধানীর তেজগাঁও মডেল হাই স্কুলে আজ বৃহস্পতিবার (২২ মে ২০২৫) এক হৃদয়স্পর্শী পরিবেশে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এই আয়োজনে অংশ নেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি জনাব মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান থানার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আমিদুর রহমান। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ জামাল হোসেন।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত। পরে বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে পাঠ করা হয় শুভেচ্ছা বাণী। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, পরিচালনা পর্ষদের সদস্য, সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।

বিদায়ী শিক্ষকদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁরা স্মৃতিচারণায় জানান, তেজগাঁও মডেল হাই স্কুলে কাটানো সময় তাঁদের জীবনের অমূল্য সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁরা আন্তরিক শুভকামনা জানান।

প্রধান অতিথি মতিউর রহমান তাঁর বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা।” এ সময় তিনি গেট নির্মাণ, দাপ্তরিক কার্যক্রম ডিজিটালাইজেশন, শিক্ষক ও শিক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট ভিত্তিক উপস্থিতি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালুর মতো অগ্রাধিকার প্রকল্পসমূহের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন তাঁর মূল্যবান বক্তব্যে বিদায়ী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Scroll to Top