October 24, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • তুরস্কে ‘গেটওয়ে টু গ্রোথ’ সেমিনারে তুর্কি ব্যবসায়ীদের সঙ্গে বিডার বিনিয়োগ সংলাপ অনুষ্ঠিত

তুরস্কে ‘গেটওয়ে টু গ্রোথ’ সেমিনারে তুর্কি ব্যবসায়ীদের সঙ্গে বিডার বিনিয়োগ সংলাপ অনুষ্ঠিত

Image

বৃহস্পতিবার (৯ অক্টোবর, ২০২৫) তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজনে “গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ” শীর্ষক এক উচ্চপর্যায়ের বিনিয়োগ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে তুর্কি ব্যবসায়ী, শিল্পনেতা এবং উন্নয়ন সহযোগীরা একত্রিত হয়ে বাংলাদেশের কৌশলগত বিনিয়োগ সুযোগ নিয়ে আলোচনা করেন।

ইস্তাম্বুলের ডেল্টা হোটেলস বাই ম্যারিয়ট, লেভেন্ট-এ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ করছে বা বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে এমন ৩০টিরও বেশি তুর্কি কোম্পানি অংশগ্রহণ করে।

বিডা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (IFC), ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ দূতাবাস, তুরস্ক ও ইন্ডিপেনডেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যানস অ্যাসোসিয়েশন (MÜSİAD)-এর সহযোগিতায় সেমিনারটি আয়োজন করে।

সেমিনারে বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের টেক্সটাইল, ইলেকট্রনিক্স ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। এসময়ে তিনি বলেন, “বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। রপ্তানি, মুদ্রার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতির মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে অনুকূল অবস্থায় রয়েছে। সরকার ব্যবসা সহজীকরণের জন্য ইতোমধ্যে ৩২টি লক্ষ্যভিত্তিক সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। এসময়ে তিনি আরো বলেন, যারা প্রথমবারের মতো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য বিডা ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ পরামর্শ থেকে কারখানা স্থাপন পর্যন্ত পূর্ণ সহায়তা প্রদান করবে।”

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন , এসময়ে তিনি তুর্কি ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বিভিন্ন আগ্রহী বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন।

সেমিনারে বাংলাদেশে ইতোমধ্যে কার্যক্রম পরিচালনাকারী তুর্কি কোম্পানিগুলোর প্রতিনিধিরাও তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। এসময়ে Arçelik কোম্পানী (owner of Singer Bangladesh) এর সিইও Barış Alparslan ( বারিশ আলপার্সলান ) বলেন, “আমরা বাংলাদেশের স্থানীয় সরবরাহ চেইন শক্তিশালী করতে, দক্ষ জনবল গড়ে তুলতে এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এছাড়া Aygaz কোম্পানীর এজিএম Ercüment Polat (এরজুমেন্ট পোলাত) জানান, “বিডার ওয়ান স্টপ সার্ভিসের সহায়তায় আমরা দ্রুত সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি। বর্তমানে বাংলাদেশে আমাদের ২০০-এর বেশি কর্মী কাজ করছেন, এবং আমাদের জাতীয় বিতরণ নেটওয়ার্ক এখন প্রায় ৩০ লাখ মানুষের কাছে পৌঁছে গেছে।”

সেমিনারে MÜSİAD বোর্ড মেম্বার Muhammet Huzeyfe Güllüoğlu (মুহাম্মেত হুজেইফে গুল্লুওগ্লু) এবং ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান বক্তব্য রাখেন । তাঁরা দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক বিনিয়োগ সম্পর্কের উপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে তুর্কি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে বিডা, বেজা, এনবিআর ও ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য যে, ৭–৮ অক্টোবর অনুষ্ঠিত গভার্নমেন্ট-টু-বিজনেস (G2B) বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল তুরস্কের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলোর সঙ্গে অগ্রাধিকার খাতে সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারত্ব নিয়ে আলোচনা করে। এছাড়া, বিডা তুরস্কের শীর্ষ শিল্প সংগঠন TÜRKONFED-এর সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা গড়ে তুলছে, যাতে দুই দেশের সরকারি-বেসরকারি সহযোগিতা আরো শক্তিশালী হয়।

Scroll to Top