সোমবার (৬ অক্টোবর ২০২৫) ভারতের তামিলনাড়ু রাজ্যের ঐতিহ্যবাহী শহর মাদুরাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শ্রীলঙ্কা ট্যুরিজম রোডশো ও নেটওয়ার্কিং ইভনিংস। এই অনুষ্ঠান আয়োজন করেছে শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরো (SLTPB) এবং শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরো (SLCB)।
রোডশো সিরিজটি আগামী দিনে ৮ অক্টোবর কোয়েম্বাটুর এবং ১০ অক্টোবর চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। এই সপ্তাহব্যাপী আয়োজনের মাধ্যমে শ্রীলঙ্কা পর্যটন কর্তৃপক্ষ ভারতীয় বাজারে তাদের উপস্থিতি আরও জোরদার করতে চায়।
অনুষ্ঠানে দুই দেশের ট্রাভেল ট্রেড পেশাজীবী, ট্যুর অপারেটর, মাইস (MICE) প্ল্যানার ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বিজনেস টু বিজনেস (B2B) বৈঠক, নেটওয়ার্কিং সেশন এবং পারস্পরিক সহযোগিতার আলোচনাসভা।











