October 24, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ঢাকা-১১ কে আধুনিক আবাসস্থলে রূপান্তর করব: ড. এম. এ. কাইয়ুম

ঢাকা-১১ কে আধুনিক আবাসস্থলে রূপান্তর করব: ড. এম. এ. কাইয়ুম

Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক ড. এম. এ. কাইয়ুম তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন, যেখানে তিনি ঘোষণা করেছেন, “ঢাকা-১১ আসনকে একটি আধুনিক ও পরিকল্পিত আবাসস্থলে রূপান্তর করা আমার অঙ্গীকার।” ভিডিও বার্তাটি তিনি শনিবার, ১৯ অক্টোবর, ২০২৫ তারিখে প্রকাশ করেন।

শৈশব ও বেড়ে ওঠার স্মৃতি উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, “আমার বাবা জয়পুরহাটের সুগার মিলে কাজ করতেন। স্বাধীনতার পূর্বে তিনি ঢাকায় আসেন, এবং তখন জুট মিল, সুগার মিল ও টেক্সটাইল মিল একসাথে ছিল। পরে আলাদা হলে তিনি জুটমিলে যোগ দেন। তখন আমরা বাড্ডায় বসবাস শুরু করি। ১৯৬২ থেকে এই এলাকা ছিল সমস্যাসঙ্কুল, গ্যাস, পানি, বিদ্যুৎ কোনো কিছুই ছিল না।”

তিনি বলেন, “১৯৯১ সালে বেগম খালেদা জিয়া নির্বাচনে আসার পর আমরা তাকে খিলখেত থেকে রামপুরার সমস্যাগুলো জানাই। ক্ষমতায় আসার পর তিনি ১৩৮৫ একর জমি অবমুক্ত করেন এবং বাড্ডা এলাকার জন্য গ্যাস, পানি, বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করেন।”

ড. কাইয়ুম জানান, “১৯৯৪ সালে কমিশনার নির্বাচনে এলাকাবাসীর অনুরোধে অংশগ্রহণ করি এবং বিজয়ী হই। এরপর রাজউকের মাধ্যমে বাড্ডা হাইস্কুল প্রতিষ্ঠা, দুটি মসজিদ নির্মাণ এবং বাড্ডা-গুলশান লিংক রোড নির্মাণ করি। এই কাজগুলো করার সময় কোনো লোক ক্ষতিগ্রস্ত হয়নি; বরং সবাইকে গুলশান লেকের পাশে দুই কাঠা করে প্লট দিয়েছি।”

তিনি আরও বলেন, “জনগণের জন্য কাজ করলে জনগণ তার প্রতিদান দেয়। আমি কখনও জেনে শুনে কারো ক্ষতি করিনি। এটি আমার অহঙ্কার নয়, এটি আল্লাহর রহমত। আমার দলীয় কর্মীরাই আমার সম্পদ, তাদের ভালোবাসা ও সহযোগিতাতেই আমি নেতা হতে পেরেছি।”

ড. কাইয়ুম দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা এক স্বৈরাচার শাসন থেকে মুক্তি পেয়েছি, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমাদের এমন আচরণ করতে হবে যাতে সাধারণ মানুষ বা ছাত্রজনতা ক্ষতিগ্রস্ত না হয়। মানুষ যতদিন আমাদের পাশে আছে, আমরা ততদিন আছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে জনগণ যেন না বলে—‘বিএনপিও আওয়ামী লীগের মতো’। গত ১৭ বছরের কষ্টের কথা মনে রেখে আমাদের রাজনীতি করতে হবে মানুষের জন্য, দেশের জন্য।”

Scroll to Top