ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে একটি রাউন্ডটেবিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল রাশিয়ান হাউসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা।

রাশিয়ান হাউসের নবনিযুক্ত পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই উপস্থিত সাংবাদিকদের সামনে কেন্দ্রটির উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বিশেষভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারি কোটার আওতায় উচ্চশিক্ষালাভের সুযোগ সম্প্রসারণ ও শিক্ষামূলক কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
আলেকজান্দ্রা এ. খ্লেভনই বলেন, “আমরা প্রতিভাবান বাংলাদেশি তরুণ–তরুণীদের রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ করে দিতে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে আরও জানানো হয় যে, “বিজ্ঞান ও প্রযুক্তির দশক” উদযাপনের অংশ হিসেবে আগামি নভেম্বরের প্রথমার্ধে একাধিক কর্মসূচি আয়োজন করা হবে, যার মধ্যে থাকবে মাস্টার ক্লাস, সেমিনার এবং বিভিন্ন কার্যক্রম — যেগুলো দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।











