October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ঢাকাস্থ মালদ্বীপ হাইকমিশন পরিদর্শন করলেন মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান

ঢাকাস্থ মালদ্বীপ হাইকমিশন পরিদর্শন করলেন মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান

Image

মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি বাংলাদেশে অবস্থিত মালদ্বীপ হাইকমিশন পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাইকমিশনার ও কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মেজর জেনারেল হিলমি তার সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে মালদ্বীপ–বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে হাইকমিশনের সহায়তা কীভাবে নেওয়া যেতে পারে সে বিষয়ে মতবিনিময় করেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের আলোচনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Scroll to Top