August 10, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ঢাকার রাশিয়ান হাউসে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব “দোব্রোভিদেনিয়ে” প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকার রাশিয়ান হাউসে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব “দোব্রোভিদেনিয়ে” প্রদর্শনী অনুষ্ঠিত

Image

গত বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হলো ১০ম আন্তর্জাতিক লোকসংগীত উৎসব “দোব্রোভিদেনিয়ে”–এর বিশেষ প্রদর্শনী। এ বছর ‘পিতৃভূমির রক্ষকের বছর’ ও মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে উৎসবটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের তরুণ প্রজন্মকে রুশ লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক মূল্যবোধ এবং আধ্যাত্মিক উত্তরাধিকার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রদর্শনীতে উৎসবের সেরা পরিবেশনাগুলো দেখানো হয়, যা রাশিয়ার বিভিন্ন অঞ্চলের লোকশিল্প ও সংগীত ঐতিহ্যের বহুমাত্রিক রূপ তুলে ধরে।

বিশেষ এ প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন এবং রুশ লোকসংস্কৃতির প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।

Scroll to Top