October 24, 2025

শিরোনাম

ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক টেক্সটাইল ও অ্যাপারেল এক্সপো ২০২৫

Image

ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও অ্যাপারেল এক্সপো-২০২৫ (DTA Expo-2025) বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (BCFCC) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইভেন্টটির আয়োজন করেছে ECOEXPO।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA)-এর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি এক্সপোর উদ্বোধন করেন এবং আয়োজকদের প্রতি শুভেচ্ছা জানান।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন, DTA Expo-2025 দেশের বস্ত্র ও পোশাক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক, ট্রিমস, অ্যাক্সেসরিজ ও ডাইস্টাফস প্রদর্শিত হচ্ছে। এটি আন্তর্জাতিক সরবরাহকারী ও ক্রেতাদের সঙ্গে বাংলাদেশের পোশাক খাতের উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “কিছু বিদেশি বাইয়িং হাউজের অনৈতিক ব্যবসায়িক আচরণের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। স্থানীয় উৎপাদকদের সচেতন ও সতর্ক থাকা এখন সময়ের দাবি।”

প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সাম্প্রতিক ব্যবসাবান্ধব পদক্ষেপগুলোর প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে এ ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে MBABD, BGEA, BGBA, এবং EBFCI-সহ বিভিন্ন শিল্প সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Scroll to Top