October 26, 2025

শিরোনাম

ঢাকায় রুশ হাউসে রাশিয়া দিবস উদযাপন

Image

ঢাকাস্থ রাশিয়ান হাউস রাশিয়া দিবস উপলক্ষে বুধবার (৪ জুন ২০২৫) একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশন এবং অতিথিদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয়।

বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ গঠনে সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। সোভিয়েত ইউনিয়নের সার্বিক সহায়তার কারণে বাংলাদেশের স্বাধীনতা অনেকাংশে অর্জিত হয়েছে বলে জোর দেওয়া হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘কালিনকা’, ‘নাদভোদোই’, ‘কাতিউশা’, ‘গোরি, গোরিইয়াসনো’, ‘কাদরিল’, ‘রাশিয়া উইলরিমেইন রাশিয়া’, ‘ও দালোকয়রোদিন’, ‘ওয়, দানেভেচার’ সহ ঐতিহ্যবাহী রাশিয়ান নৃত্য ও গানের প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠিত হয়।

রাশিয়া দিবসকে উৎসর্গ করা একটি আলোকচিত্র প্রদর্শনী দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

অনুষ্ঠানে সরকারি সংস্থার প্রতিনিধি, সরকারি ও যুব সংগঠনের প্রতিনিধি, বিজ্ঞান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাশিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্য, বাংলাদেশের সোভিয়েত অ্যাসোসিয়েশনের অ্যালামনাই, দেশবাসী এবং রাশিয়ান দূতাবাসের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এই আয়োজনে উল্লেখযোগ্যভাবে ৩০০জনের ও অংশগ্রহণকারীর অংশ নেন।

Scroll to Top