দ্য মেরাকি আয়োজিত পাকিস্তানি পোশাক ও গহনার এক বিশেষ প্রদর্শনী দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার জনাব ইমরান হায়দার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।




প্রদর্শনীতে পাকিস্তানের কিছু শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস এবং ডিজাইনার উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন দীপক পারওয়ানি, ফারাহ তালিব আজিজ, হামনা আমির, ফাতিমা খান জিম, নোমি আনসারি, সাদাফ আমির, ক্রস স্টিচ, গুলাল, জয়নব সালমান, আসমে আসমা, হাউস অফ তাসমিয়া, আসিফা ও নাবিল, রোজিনা মুনিব এবং রাবিয়া জহুর।











