ঢাকায় অনুষ্ঠিতব্য ১২তম এশিয়া ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নেপালের রাষ্ট্রদূত মি. ঘনশ্যাম ভান্ডারি নেপালের পর্যটন খাতের স্থিতিস্থাপকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, নেপালের পর্যটন শিল্প নানা প্রতিকূলতা সত্ত্বেও সবসময় দ্রুত পুনরুদ্ধার করেছে।

রাষ্ট্রদূত ভান্ডারি নেপাল ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান পর্যটন সহযোগিতা এবং জনগণের মধ্যে মানুষের বিনিময় আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের পারস্পরিক সংযোগ দুই দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে।

নেপাল এবারের এশিয়া ট্যুরিজম ফেয়ারের ‘প্রাইম পার্টনার কান্ট্রি’ হিসেবে অংশগ্রহণ করছে। নেপাল ট্যুরিজম বোর্ডের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল এ মেলায় অংশ নিচ্ছে, যেখানে নেপালের ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি ও হোটেল খাতের প্রতিনিধিরা রয়েছেন।
উল্লেখ্য, ১৮–২০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এশিয়া ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে।











