October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ারে মালদ্বীপের পর্যটন সহযোগিতা জোরদারের আহ্বান

ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ারে মালদ্বীপের পর্যটন সহযোগিতা জোরদারের আহ্বান

Image

বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশীদ ঢাকায় অনুষ্ঠিত ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি মালদ্বীপের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান পর্যটন অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, দক্ষিণ এশিয়ায় মালদ্বীপের জন্য বাংলাদেশ একটি উদীয়মান ও গুরুত্বপূর্ণ উৎসবাজার।

তিনি টেকসই পর্যটন, আতিথেয়তা খাতে প্রশিক্ষণ এবং সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তুলে ধরেন। ফেয়ারে হাই কমিশনের সাথে ‘ভিজিট মালদ্বীপ’ অংশ নিচ্ছে। মালদ্বীপের পক্ষ থেকে বাংলাদেশি পর্যটকদের ‘সানি সাইড অব লাইফ’ অভিজ্ঞতা নেওয়ার আন্তরিক আমন্ত্রণ জানানো হয়।

Scroll to Top