ঢাকায় রয়্যাল থাই দূতাবাসে আসিয়ান ঢাকা কমিটি (ADC) ৫৮তম আসিয়ান দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিলেন বর্তমান ADC চেয়ার ব্রুনাইয়ের হাইকমিশন এবং ঢাকায় কর্মরত সকল আসিয়ান দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রায় ১৩০ জন অতিথি, যার মধ্যে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরকারি সংস্থার প্রতিনিধি, কূটনৈতিক মহল এবং আন্তর্জাতিক সংস্থার সদস্যরা।


বর্তমান আসিয়ান চেয়ার হিসেবে মালয়েশিয়ার হাইকমিশনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি কুয়ালালামপুর ঘোষণা, আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫ এবং আসন্ন ৪৭তম আসিয়ান সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, শান্তি, সংলাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে আসিয়ান-নেতৃত্বাধীন প্রচেষ্টায় মালয়েশিয়ার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।