August 2, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের পররাষ্ট্র সচিব (পূর্ব) ড. নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের পররাষ্ট্র সচিব (পূর্ব) ড. নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

Image

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, ওশেনিয়া, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মহাপরিচালক রাষ্ট্রদূত থমাস লুন্ড-সোরেনসেন সোমবার (১২ মে, ২০২৫) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মোঃ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত লুন্ড-সোরেনসেন আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত তৃতীয় বাংলাদেশ-ডেনমার্ক দ্বিপাক্ষিক আলোচনার সিদ্ধান্তসমূহ সম্পর্কে সচিবকে অবহিত করেন। তিনি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ডেনমার্কের অব্যাহত সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। এছাড়া, তিনি বাংলাদেশের পোশাক শিল্পকে কেন্দ্র করে বৃত্তাকার অর্থনীতির ওপর ডেনমার্ক সরকারের একটি নতুন কৌশলগত খাতভিত্তিক সহযোগিতা উন্নয়নের পরিকল্পনার বিষয়টিও তুলে ধরেন।

সচিব (পূর্ব) বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার জন্য অতিরিক্ত ৫০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দেওয়ায় ডেনমার্ক সরকারকে ধন্যবাদ জানান। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে দুদেশের মধ্যে যৌথ বাণিজ্য ও বিনিয়োগ কমিটি গঠনের উদ্যোগকেও স্বাগত জানান। সচিব ইসলাম টেকসই উন্নয়ন, আধুনিক প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, সবুজ রূপান্তর এবং জলবায়ু কর্মসূচিতে ডেনিশ বিনিয়োগ উৎসাহিত করেন। একই সাথে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে ডেনমার্ক সরকারের অব্যাহত সহায়তা কামনা করেন।

সচিব ও রাষ্ট্রদূত উভয়ে বাংলাদেশ-ডেনমার্ক টেকসই ও সবুজ কাঠামোগত সহযোগিতা চুক্তির আলোকে গৃহীত যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত থমাস লুন্ড-সোরেনসেন তৃতীয় বাংলাদেশ-ডেনমার্ক দ্বিপাক্ষিক আলোচনায় ডেনিশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে দুই দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন।

Scroll to Top