March 14, 2025

শিরোনাম
  • Home
  • আইন-আদালত
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বারভিডা কার্যনির্বাহী কমিটির সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

ডিএমপি কমিশনারের সঙ্গে বারভিডা কার্যনির্বাহী কমিটির সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

Image

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) বারভিডার সম্মানিত সভাপতি জনাব আবদুল হকের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির (ইসি) প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাদ আলীর সঙ্গে এক অনন্য বৈঠকে মিলিত হন। এই গুরুত্বপূর্ণ সংলাপে বারভিডার সদস্যদের সম্মুখীন জটিলতা ও নানাবিধ প্রতিবন্ধকতা উত্থাপন করা হয়, যার তাৎক্ষণিক ও কার্যকর সমাধানের জন্য সুস্পষ্ট আহ্বান জানানো হয়।

আলোচিত মূল বিষয়াবলি:

১. রাজধানীতে দিনের বেলা পিক-আপ চলাচলের বাধা অপসারণ – ব্যবসার স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্তিসংগত পরিবর্তনের আহ্বান।

২. মাইক্রোবাসের (নোহা ও স্কয়ার) আসনসংখ্যা সংক্রান্ত জটিলতা নিরসন – অযাচিত জরিমানা ও মামলার অপব্যবহার বন্ধ করার কার্যকর পদক্ষেপ গ্রহণ।

৩. রিকন্ডিশন্ড মোটরযানের রেজিস্ট্রেশন সংক্রান্ত হয়রানি দূরীকরণ – বিআরটিএ অনুমোদিত গ্যারেজ নম্বর, আমদানিকারকের ডেলিভারি চালান ও সিএন্ডএফ এজেন্টের চালানের যথাযথ ব্যবহারে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান।

৪. ঢাকার প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকার নিরাপত্তা জোরদার – ব্যবসার নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ।

ডিএমপি কমিশনার গভীর মনোযোগের সঙ্গে বারভিডার উত্থাপিত প্রতিটি ইস্যু শ্রবণ করেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বৈঠকের প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগীয় এডিশনাল কমিশনার জনাব সারোয়ার হোসেন, ডিআইজি (ট্রাফিক)-কে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, বারভিডার সভাপতি প্রস্তাব করেন যে, বারভিডা, বিআরটিএ, সড়ক পরিবহন মন্ত্রণালয়, ডিএমপি এবং হাইওয়ে পুলিশ যৌথভাবে সচেতনতামূলক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করবে, যা পেশাদার চালকদের জন্য প্রশিক্ষণমূলক হবে। ডিএমপি কমিশনার এই প্রস্তাবকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্বাগত জানান এবং সম্ভাব্য বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

বৈঠকে বারভিডার পক্ষ থেকে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের প্রস্তাব উত্থাপন করা হলে, ডিএমপি কমিশনার এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেন এবং নীতিগত সম্মতি প্রদান করেন।

উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ:

  • জনাব আবদুল হক, সভাপতি, বারভিডা
  • জনাব রিয়াজ রহমান, সাধারণ সম্পাদক
  • ডা. হাবিবুর রহমান খান, সহ-সভাপতি (২)
  • জনাব ফরিদ আহমেদ, সহ-সভাপতি (৩)
  • জনাব মোঃ সাইফুল আলম, ট্রেজারার
  • জনাব মোঃ হাফিজ আল-আসাদ, যুগ্ম ট্রেজারার
  • জনাব জোবায়ের রহমান, সাংগঠনিক সম্পাদক
  • জনাব আবদুল আউয়াল, প্রকাশনা ও প্রচার সম্পাদক
  • জনাব মোঃ হুমায়ুন কবীর ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য

এই সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক বারভিডা ও ডিএমপির মধ্যে পারস্পরিক সহযোগিতার এক নবতর সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফলশ্রুতিতে ব্যবসায়িক পরিবেশ আরও সুদৃঢ় হবে, যা দেশের মোটরযান খাতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসায়ী সমাজ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা ও সমঝোতার ভিত্তি আরও মজবুত করবে।

Scroll to Top