October 25, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ডাকসু ও জাকসু নির্বাচনের বিজয় আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে: ডা. শফিকুর রহমান

ডাকসু ও জাকসু নির্বাচনের বিজয় আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে: ডা. শফিকুর রহমান

Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের জয় আল্লাহর বিশেষ রহমতে সম্ভব হয়েছে এবং এ বিজয় আগামী জাতীয় নির্বাচনের জন্যও উৎসাহব্যঞ্জক হবে। তিনি সকলকে আগামী জাতীয় নির্বাচনে জয়লাভের লক্ষ্যে আর্থিক কুরবানিসহ সকল ধরনের সহায়তা প্রদানের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বহু মানুষ তাদের জীবন ও অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন। আমাদের সকলের ত্যাগ ও কুরবানির বিনিময়ে আল্লাহ মহান বিজয় দিয়েছেন।

কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম দারসুল কুরআন পাঠ করেন। এছাড়া মাওলানা এটিএম মা’ছুমসহ কেন্দ্রীয় মহিলা বিভাগীয় কর্মপরিষদ সদস্য এবং সারাদেশ থেকে নির্বাচিত শূরা সদস্যগণ অধিবেশনে উপস্থিত ছিলেন। অধিবেশনে ষান্মাসিক রিপোর্ট উপস্থাপনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।

ডা. শফিকুর রহমান দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, অসুস্থতা ও সুস্থতা উভয়ই আল্লাহর নিয়ামত এবং আমাদের আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তিনি অতীত ফ্যাসিবাদী শাসনামলে নিহত ও আহতদের স্মরণ করে সকলের সুস্থতার জন্য দোয়া জানান।

আমীরে জামায়াত আরও বলেন, আল্লাহ মানুষকে নানাভাবে পরীক্ষার মাধ্যমে পরখ করেন। হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে তাঁর প্রিয় পুত্রকে কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মহৎ পুরস্কারে ভূষিত হয়েছেন। এ ত্যাগ ও কুরবানির মর্ম অনুসরণ করে আমাদেরও দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের সেবায় এগিয়ে আসা উচিত।

তিনি সকল নেতাকর্মীকে বিনয়ী থাকার, কৃতিত্ব প্রকাশের প্রতি অহংকার না করার এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করার পরামর্শ দেন।

Scroll to Top