October 24, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • ট্রাস্ট ব্যাংক ও বারভিডা’র যৌথ উদ্যোগে নলেজ শেয়ারিং ও রিকগনিশন ইভেন্ট অনুষ্ঠিত

ট্রাস্ট ব্যাংক ও বারভিডা’র যৌথ উদ্যোগে নলেজ শেয়ারিং ও রিকগনিশন ইভেন্ট অনুষ্ঠিত

Image

ট্রাস্ট ব্যাংক পিএলসি (Trust Bank PLC) ও বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (BARVIDA)-এর যৌথ উদ্যোগে সম্প্রতি একটি ‘Knowledge Sharing and Recognition Event’ অনুষ্ঠিত হয়। এতে বারভিডার সদস্যসহ দেশের বিভিন্ন নতুন গাড়ি আমদানিকারক ও অ্যাসেম্বলার কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (MD & CEO) মি. আহসান জামান চৌধুরী, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ, সিনিয়র এক্সিকিউটিভ এবং রিটেইল ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বারভিডার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মি. হক, সাধারণ সম্পাদক মি. রিয়াজ রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-১, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন গাড়ির শোরুম মালিকগণ।

সভায় বক্তব্য রাখেন ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও মি. আহসান জামান চৌধুরী। তিনি বলেন, “ট্রাস্ট ব্যাংক সবসময় দেশের অটোমোবাইল খাতের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আমরা গ্রাহকদের জন্য দ্রুত ও সহজলভ্য ঋণসুবিধা, গাড়ি আমদানিতে সহায়তা এবং সংশ্লিষ্ট শিল্পের নানা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে এই সেক্টরকে এগিয়ে নিতে কাজ করছি।”

বারভিডার সভাপতি মি. হক, যিনি হক’স বে-এর স্বত্বাধিকারী, ট্রাস্ট ব্যাংককে এই ব্যতিক্রমধর্মী ও সহযোগিতামূলক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “এটি বারভিডার জন্য এক নতুন অভিজ্ঞতা। ব্যাংক ও গাড়ি খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে গ্রাহক, প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক খাত—সবারই কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”

Scroll to Top