August 2, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ট্যুর গাইড ও ট্যুর অপারেটর বিধিমালা ২০২৪ এর সংস্কারের দাবিতে টোয়াবের অবস্থান কর্মসূচি

ট্যুর গাইড ও ট্যুর অপারেটর বিধিমালা ২০২৪ এর সংস্কারের দাবিতে টোয়াবের অবস্থান কর্মসূচি

Image

বুধবার (৩০ জুলাই, ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পর্যটন ভবনের সামনে ট্যুর গাইড ও ট্যুর অপারেটর বিধিমালা ২০২৪-এর সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দেশের শীর্ষ পর্যটন ব্যবসায়ী সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বিদ্যমান বিধিমালাকে তারা ব্যবসা ও পর্যটনখাতবিরোধী হিসেবে দেখছেন। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের চাপিয়ে দেওয়া নীতিমালা বাস্তবতা বিবর্জিত এবং তা ব্যবসায়ী স্বার্থ রক্ষা করছে না। তারা একটি পর্যটনবান্ধব, বাস্তবসম্মত এবং ব্যবসায়িক স্বার্থরক্ষা করতে সক্ষম নীতিমালা চায়।

প্রসঙ্গত, ২০২১ সালে প্রণীত ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) আইন’-এর আলোকে ২০২৪ সালের ২৮ মার্চ বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়। এর পর থেকেই পর্যটন খাতের স্টেকহোল্ডারদের পক্ষ থেকে নানা আপত্তি উঠে আসছে। বিধিমালায় ৩ লাখ টাকা জামানত, ১০ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স সনদ এবং ৫০ হাজার টাকার নিবন্ধন ফি নির্ধারণের বিষয়টিকে টোয়াব অযৌক্তিক বলে মনে করে।

টোয়াব নেতৃবৃন্দ দাবি জানান, নতুন নীতিমালার সংস্কার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ট্যুর গাইড ও অপারেটরদের সকল রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। একইসঙ্গে তারা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বর্তমান সিইও-কে অপসারণেরও দাবি জানান, যিনি এই ‘অযৌক্তিক’ বিধিমালার অন্যতম রূপকার হিসেবে বিবেচিত।

মানববন্ধনে উপস্থিত ছিলেন টোয়াব সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান, সাবেক সভাপতি শিবলুল আজম কোরায়েশীসহ পরিচালক, উপদেষ্টা, আঞ্চলিক ট্যুর অপারেটর, কম্পানি সচিবসহ সদস্যরা।

টোয়াবের পক্ষ থেকে বলা হয়, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি যুগোপযোগী ও অংশগ্রহণমূলক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Scroll to Top