October 25, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • টোকিওস্থ বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সৌজন্য সাক্ষাৎ

টোকিওস্থ বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সৌজন্য সাক্ষাৎ

Image

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত জনাব মুহাম্মদ দাউদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

ইসলামিক মিশন, জাপানের কেন্দ্রীয় সভাপতি জনাব হাফেজ সাবের আহমদের নেতৃত্বে মাওলানা রফিকুল ইসলাম খান ও মিশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা বুধবার (৭ মে, ২০২৫) দুপুর ১১টায় টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ এ জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, জনগণের প্রতি সেবার মান বৃদ্ধি, রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে প্রবাসীদের আরও বেশি উৎসাহিত করা এবং জাপানে আরও বেশি সংখ্যক ছাত্র, শ্রমিক ও দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট আরও যেসব বিষয়ে মান্যবর রাষ্ট্রদূতের মনোযোগ আকর্ষণ করা হয়, তা হলো:

১) দেশে লাশ পাঠানোর ক্ষেত্রে দূতাবাসের সর্বোচ্চ সহযোগিতা কামনা।

২) প্রবাসীদের এনআইডি কার্ড সরবরাহ এবং ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা।

৩) বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজতর করা।

৪) বাংলাদেশ থেকে দক্ষ জনবল আনার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ।

৫) জাপানে বসবাসরত প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ।

৬) জাপানে বাংলাদেশ ও জাপানি কারিকুলাম সংযুক্ত করে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ এবং সহযোগিতার আশ্বাস প্রদান।

সর্বোপরি, বর্তমান রাষ্ট্রদূত ও দূতাবাসের কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা হয়। অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎ এ আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা এটিএম মিছবাহুল কবির, আব্দুল মালেক, হাফেজ আলাউদ্দীন, মিশনের টোকিও সিটির সভাপতি নিয়ামত উল্লাহ, সহ-সভাপতি সরওয়ার আলম জোহা, সেক্রেটারি ও ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান মাহফুজ, হাফেজ রাকিব আহমদ, ফজলুল হক পাভেল এবং ব্যবসায়ী নেতা জনাব সানাউল হক। দূতাবাসের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ বশির এবং ফার্স্ট সেক্রেটারি (লেবার) জয়নাল আবেদীন।

Scroll to Top