August 3, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • টেক্সটাইল শিল্প রক্ষায় ২% AIT ও ৫ টাকা সুনির্দিষ্ট কর প্রত্যাহারের আহ্বান বিটিএমএ প্রেসিডেন্টের

টেক্সটাইল শিল্প রক্ষায় ২% AIT ও ৫ টাকা সুনির্দিষ্ট কর প্রত্যাহারের আহ্বান বিটিএমএ প্রেসিডেন্টের

Image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর উদ্যোগে গুলশান ক্লাব, ঢাকায় শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “তুলা আমদানিতে ২% AIT অবিলম্বে প্রত্যাহার, কর্পোরেট ট্যাক্স ১৫% পুনর্বহাল এবং দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার উপর কেজিপ্রতি ৫ টাকা সুনির্দিষ্ট কর প্রত্যাহার” সংক্রান্ত দাবি নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিটিএমএ’র সম্মানিত প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিটিএমএ পরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুন।

বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল তার বক্তব্যে বলেন, “বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে চরম সংকটে দেশীয় শিল্পখাত। এর মধ্যে তুলা আমদানিতে ২% অগ্রিম আয়কর (AIT) আরোপ শিল্পের জন্য মরার উপর খাড়ার ঘা।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার কি পাশ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে? আমাদের টেক্সটাইল শিল্প ধ্বংস করে কি অন্য দেশের কর্মসংস্থান নিশ্চিত করতে চায়?”

তিনি বলেন, “বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস টেক্সটাইল ও তৈরি পোশাক খাত, অথচ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়াই দেশীয় সুতার উপর কেজি প্রতি ৫ টাকা কর আরোপ করা হয়েছে। যার ফল হবে উৎপাদনহীনতা ও কর্মসংস্থান ধ্বংস। এতে দেশে বেকারত্ব বাড়বে এবং টেক্সটাইল খাত ধ্বংসের মুখে পড়বে।”

তিনি আরও উল্লেখ করেন, “বর্তমানে দেশে নতুন বিনিয়োগ আসছে না, পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নেই, অথচ ব্যবসা পরিচালনার খরচ দিন দিন বাড়ছে। বিদেশি বিনিয়োগকারীরা এমন অনিশ্চিত পরিবেশে কেন বিনিয়োগে আগ্রহী হবে?”

বিটিএমএ প্রেসিডেন্ট সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে তুলা আমদানিতে ২% AIT প্রত্যাহার, কর্পোরেট ট্যাক্স ১৫% পুনর্বহাল এবং দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার উপর আরোপিত ৫ টাকা সুনির্দিষ্ট কর বাতিল করার মাধ্যমে শিল্প খাতকে রক্ষা করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট জনাব সালেউদ জামান খান, পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, জনাব সৈয়দ এনায়েত কবির, জনাব মোঃ খোরশেদ আলম, প্রকৌশলী রাজীব হায়দার, বি.এম. শোয়েব, মোঃ শাহিদ আলম, প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, হোসেন মাহমুদ, মোঃ আইয়ুব, বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব অমল পোদ্দার, বিকেএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ বাদশা মিয়া এবং বিটিএমএ’র সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ জাকির হোসেন।

Scroll to Top