বাংলাদেশে সবুজ জ্বালানি, পরিবেশবান্ধব পরিবহন ও বিশুদ্ধ পানীয় জলের খাতে ব্যাপক বিনিয়োগ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সম্প্রতি ইইউ ডেলিগেশন টু বাংলাদেশ ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (EIB) কর্মকর্তাদের সাথে এ বছরের তৃতীয় বৈঠক আয়োজন করে। বৈঠকে প্রায় ১ বিলিয়ন ইউরোর চলমান বিনিয়োগের অগ্রগতি এবং তা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

একই সঙ্গে, বাংলাদেশ রিনিউএবল এনার্জি ফ্যাসিলিটি অধীনে অনুষ্ঠিত ওয়ার্কিং রিভিউ গ্রুপের দ্বিতীয় বৈঠকে বিদ্যুৎ বিভাগ, টিম ইউরোপ এবং সরকারি ইউটিলিটি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে ৩৫০ মিলিয়ন ইউরোর ইইউ গ্যারান্টিযুক্ত EIB ঋণ এবং ৪৫ মিলিয়ন ইউরোর ইইউ অনুদানের আওতায় সৌর ও বায়ু বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য নির্দিষ্ট প্রকল্প চিহ্নিত করার অগ্রগতি হয়।











