August 4, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জেবিসিসিআই এবং জেট্রো যৌথভাবে নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ক এক সেমিনারের আয়োজন করেছে

জেবিসিসিআই এবং জেট্রো যৌথভাবে নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ক এক সেমিনারের আয়োজন করেছে

Image

বাংলাদেশে নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ক এক বিশেষ সেমিনারের আয়োজন করে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO)। সেমিনারটি ২৭ এপ্রিল ২০২৫ তারিখে রাজধানীর আসকট প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয়। সেমিনারের শিরোনাম ছিল “Rights. Equality. Empowerment: A Discussion on Women’s Progress in Bangladesh”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. তাকাহাশি নাওকি, ডেপুটি চিফ অব মিশন, জাপান দূতাবাস, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. সায়মা হক বিদিশা এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মিস রুবাবা ডাওলা।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন সম্মানিত আলোচকরা, তাদের মধ্যে ছিলেন: মিস কাজী রুবাইয়া ইসলাম, কর্পোরেট ও মিডিয়া রিলেশনস লিড, CA&C, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (JTI); মিস উজমা চৌধুরী, CPA, পরিচালক (ফাইন্যান্স), প্রাণ-আরএফএল গ্রুপ; এবং মিস আমিনাতা বা, সহকারী ব্যবস্থাপক, মিত্সুবিশি কর্পোরেশন, ঢাকা শাখা। আলোচনায় নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অগ্রগতি এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে গভীর আলোচনা হয়।

এই সেমিনারটি অত্যন্ত সফল এবং সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়, যা নারীদের উন্নয়ন এবং তাঁদের সম্মান ও অধিকার সংরক্ষণের জন্য আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

Scroll to Top