October 24, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করলেন এনসিপি

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করলেন এনসিপি

Image

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন—দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোটের সময়সূচি এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানিয়ে বলেন, “এই সনদ জাতির জন্য মহামূল্যবান সম্পদ; এখানে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং এ বিষয়ে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়া হবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠকে বলেন, “আমরা নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। এ বিষয়ে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।” তিনি জানান, কমিশনের সঙ্গে আলোচনার জন্য এনসিপি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।

প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে। তিনি আরও জানান, প্রশাসনে যেকোনো রদবদল হলে তা তিনি নিজেই সরাসরি তদারকি করবেন, যাতে নির্বাচনকালীন নিরপেক্ষতা বজায় থাকে।

Scroll to Top