জুলাই মাসের শহীদ দিবস উপলক্ষে, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই-তে জুলাই মাসের বিদ্রোহের শহীদদের স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ জুলাই ২০২৫) এফবিসিসিআই-এর মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে এফবিসিসিআই-এর কর্মকর্তা ও কর্মীরা যোগ দেন।

এফবিসিসিআই-এর প্রশাসক জনাব মোঃ হাফিজুর রহমান, মহাসচিব জনাব মোঃ আলমগীর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই-এর পেশ ইমাম জনাব মোঃ নাজমুল ইসলাম ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে একটি বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্যও দোয়া কামনা করেন।