জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ল্যাক্রোস খেলাটির আনুষ্ঠানিক সূচনা হলো। রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাঠে বাংলাদেশ ল্যাক্রোস এসোসিয়েশনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামোদী, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি ও উদ্বোধক হিসেবে ছিলেন জুলাই যোদ্ধা শহীদ বীর মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান। এছাড়াও বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি জনাব আলী হোসেন ফকির খেলাটির শুভ সূচনা ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব জাহিদ হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ল্যাক্রোস এসোসিয়েশনের সভাপতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ড. নাজমুল করিম খান।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহসভাপতির মধ্যে ছিলেন এম এ কফিলউদ্দিন, জহির রায়হান, ড. শামিম আহমেদ, মো. সালাউদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক এস এম ইমাম হোসেন সোহাগ, যুগ্ম সম্পাদক বি. এম শহীদুল ইসলাম ও শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ ফয়সাল হোসেন এবং সদস্য এডভোকেট নাসরিন খন্দকার ও মাকসুদা চৌধুরীসহ অসংখ্য অতিথি ও ক্রীড়াবিদ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ল্যাক্রোস একটি আন্তর্জাতিক মানের খেলা, যা বাংলাদেশে নতুন হলেও দ্রুত জনপ্রিয়তা পাবে। জেলা পর্যায়ে খেলাটিকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তারা। বক্তারা ২০২৮ সালের অলিম্পিক গেমসে বাংলাদেশ দলকে ল্যাক্রোসে অংশগ্রহণে দেখতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।