বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমকে দিয়েছেন মুখোমুখি সাক্ষাৎকার। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দলের আগামী নির্বাচন কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, নির্বাচনী পরিস্থিতি এবং সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন।
সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি না, কিন্তু মানসিকতা ও মন সব মিলিয়ে গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। সংগত কারণে হয়তো এখনো দেশে ফেরাটা সম্ভব হয়নি। তবে সময় এসেছে বলে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসবো। আমার সর্বোচ্চ চেষ্টা, ইচ্ছা ও আগ্রহ থাকবে জনগণ যে প্রত্যাশিত নির্বাচন চায়, সেই নির্বাচনে জনগণের পাশে থাকার।”
তিনি আরও উল্লেখ করেন, “এই যে ৫ই আগস্ট বা জুলাই আন্দোলন নামে পরিচিত আন্দোলন, এটি শুধু সাম্প্রতিক সময়ের ঘটনা নয়, বরং বহু বছর ধরে এর প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই আন্দোলনে বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি হোক বা অন্যান্য দল, বিভিন্নভাবে অবদান রেখেছে। তবে মূল কথা, এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি বা দল নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।”
তারেক রহমানের এই মন্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে বিএনপির দৃষ্টিভঙ্গি যে, গণতন্ত্রের প্রতি জনগণের বিশ্বাস ও অংশগ্রহণই দেশের রাজনৈতিক আন্দোলনের মূল শক্তি।
সূত্রঃ বিবিসি বাংলা।











